লাইফলাইন

ইন্স্যুরেন্সঃ মেয়াদ পূর্তি মূল্য + জীবন বিমা নিরাপত্তা + দুর্ঘটনা জনিত নিরাপত্তা + মারাত্মক অসুস্থতার চিকিৎসা খরচ ও প্রিমিয়াম মওকুফ সুবিধাদি… 

মেটলাইফ-এর লাইফলাইন পলিসি কেবলমাত্র আপনার প্রয়োজনের কথা ভেবেই তৈরি ।  লাইফলাইন এমন একটি পলিসি যা আপনার অবসরকালীন জীবনকে চাকরি জীবনের মতো স্বচ্ছল ও আত্মনির্ভরশীল রাখতে সহায়তা করবে । পাশাপাশি আপনি আরও পাবেন ১০ কোটি টাকা পর্যন্ত জীবন বিমা নিরাপত্তা ( কোম্পানির অবলিখন নীতিমালা অনুযায়ী ) , দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত নিরাপত্তা ও আরও অনেক কিছু । একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম প্রদান করে অবসরকালীন জীবনে দীর্ঘ সময় ধরে প্রাপ্য অর্থকে মাসিক / বাৎসরিক পেনশন হিসেবে গ্রহণ করতে পারবেন ১০০ বছর পর্যন্ত । 

• বেসিক ফেইস অ্যামাউন্টের বাইরেও পাবেন পলিসি বোনাস । 

• প্রিমিয়াম প্রদানকালীন সময়ে পলিসি লোন নেওয়ার সুযোগ । 

• এক্সট্রা কিছু প্রিমিয়াম প্রদান করে ব্যক্তিগত অ্যাক্সিডেন্টাল কাভারেজের আওতায় পাবেন দুর্ঘটনাজনিত অতিরিক্ত কাভারেজ । 

• চাইলে আপনি পলিসির সাথে যোগ করতে পারবেন এক্সট্রা রাইডার । 

• বাংলাদেশের ট্যাক্স আইন অনুসারে পরিশোধ করা প্রিমিয়ামের উপরে পাবেন ট্যাক্স রিবেট । 

আপনার বয়স ১৮ – ৫৫ বছরের মধ্যে হয়ে থাকলে আপনি এই পলিসির জন্য আবেদন করতে পারবেন । আপনার সুবিধামত মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক বা বার্ষিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করতে পারবেন । অবসারকালীন জীবনের চলার পথটাও হোক স্বচ্ছলতায়, মেটলাইফ লাইফলাইন পলিসির সাথে । 

 বিস্তারিত জানতে ভিজিট করুন...

No comments:

Post a Comment