ডিপিএস সুপার

ইন্স্যুরেন্সঃ মেয়াদ পূর্তি মূল্য + জীবন বিমা নিরাপত্তা + দুর্ঘটনা জনিত নিরাপত্তা + মারাত্মক অসুস্থতার চিকিৎসা খরচ ও প্রিমিয়াম মওকুফ সুবিধাদি…

জীবন খুব অনিশ্চিত এবং অপ্রত্যাশিত মুহূর্তগুলো সামনে চলে আসে হঠাৎ করেই । তাই শুধু সঞ্চয় করাই যথেষ্ট নয়, জীবনের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত থাকার জন্য প্রয়োজন সঠিক বীমা পলিসি । 

মেটলাইফের ডিপিএস সুপার এমনই একটি পলিসি যেখানে আপনি পাবেন সঞ্চয়, জীবনবিমা ও স্বাস্থ্য সুরক্ষার আদর্শ সমন্বয় এবং নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি নিশ্চিত করতে পারবেন আপনার ও আপনার পরিবারের জন্য সুরক্ষিত ভবিষ্যত । ডিপিএস সুপার পলিসিতে নির্দিষ্ট সঞ্চয়ের পাশাপাশি আপনি আরও পাচ্ছেন - 

জীবনবিমা নিরাপত্তা: ডিপিএস সুপারে আপনি পাবেন আনলিমিটেড বীমা নিরাপত্তা । পলিসি চলাকালীন সময়ে, আপনার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ডিপিএস সুপার আপনার পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত রাখতে সহায়তা করবে । 

দুর্ঘটনা জনিত অতিরিক্ত নিরাপত্তাঃ দুর্ঘটনাজনিত মৃত্যু বা দুর্ঘটনাজনিত স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে আপনি অতিরিক্ত দুর্ঘটনাজনিত নিরাপত্তা সুবিধা হিসাবে অভিহিত মূল্যের দ্বিগুণ অর্থ অথবা ৪ কোটি টাকা, এই দুটির মধ্যে যেটি কম, পেতে পারেন । 

মেয়াদপূর্তি মূল্যঃ মেয়াদপূর্তিতে কোন দায় থাকলে তা বিয়োজন করে আপনি অ্যাকাউন্ট মূল্যের  ১০০%  মেয়াদপূর্তি মূল্য হিসেবে পাবেন ।  

প্রিমিয়াম মওকুফ সুবিধাঃ যদি আপনি দুর্ঘটনা বা অসুস্থতার কারণে স্থায়ীভাবে এবং সম্পূর্ণ অক্ষম হয়ে যান, তবে মেটলাইফ আপনার পক্ষ থেকে সমস্ত প্রিমিয়াম প্রদান করবে ।

মারাত্মক অসুস্থতার ক্ষেত্রে সুবিধাঃ মারাত্মক অসুস্থতার ক্ষেত্রে ২০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেতে পারেন ।   

আপনার চাহিদা পূরণের জন্য ডিপিএস সুপারে আছে ৩টি ভিন্ন পরিকল্প - গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ, যেখান থেকে আপনি আপনার চাহিদা অনুযায়ী পরিকল্প বেছে নিতে পারেন । পাশাপাশি, আপনার সুবিধামত মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক ও বার্ষিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করতে পারবেন ।  অন্যান্য পলিসির মত ডিপিএস সুপার পলিসির ক্ষেত্রেও আপনি ট্যাক্স রিবেট সুবিধা পেতে পারেন । এছাড়া আরও আছে ঋণ সুবিধা, প্রত্যর্পণ মূল্যের সর্বোচ্চ ৮৫% পর্যন্ত । আপনার বয়স ১৮ – ৫৪ বছরের মধ্যে হয়ে থাকলে আপনি এই পলিসির জন্য আবেদন করতে পারবেন । 

বিস্তারিত জানতে ভিজিট করুন...

No comments:

Post a Comment