Income Growth


লাইফ ইন্স্যুরেন্সঃ লাইফ ইনসিওরেন্স প্রোডাক্ট শুধু আকস্মিক মৃত্যুতে আর্থিক সুরক্ষা দেয় না, পাশাপাশি বিভিন্ন রকমের সুবিধা প্রদান করে এবং মেয়াদপূর্তিতে আকর্ষনীয় অর্থ প্রদান করে। 

ইনকাম গ্রোথ প্ল্যানঃ এই প্রোডাক্টটি দুইটি ফেইজে ভাগ করা হয়েছে । পলিসি ইস্যুর দিন থেকে প্রথম ৭ (সাত) বছর প্রথম ফেইজ এবং ৮ম বছর থেকে দ্বিতীয় ফেইজ শুরু হয় (কোম্পানীর পূর্ব নির্ধারিত শর্ত অনুযায়ী)। * পলিসির মেয়াদকালের মধ্যে বীমাগ্রহীতার মৃত্যু হলে বিমা অংকের পুরো টাকা প্রদান করা হয়। *দ্বিতীয় ফেইজের শুরু হতে পলিসির মেয়াদ পুর্তি হওয়া পর্যন্ত সময়ে বিমা গ্রহীতার মৃত্যু হলে বিমা অংক ও অ্যাকাউন্ট ভ্যালুর মধ্যে যেটির পরিমান বেশি তা প্রদান করা হয়।

No comments:

Post a Comment