লাইফ ইন্স্যুরেন্সঃ লাইফ ইনসিওরেন্স প্রোডাক্ট শুধু আকস্মিক মৃত্যুতে আর্থিক সুরক্ষা দেয় না, পাশাপাশি বিভিন্ন রকমের সুবিধা প্রদান করে এবং মেয়াদপূর্তিতে আকর্ষনীয় অর্থ প্রদান করে।
সি আই আর ও পি সুপারঃ ক্রিটিক্যাল ইলনেস উইথ রিটার্ন অব প্রিমিয়াম সুপার (সি আই আর ও পি) পলিসি লাইফ কাভারেজের পাশাপাশি ১০টি জটিল রোগের জন্য ১০ বছরের সুরক্ষা প্রদান করে। এই পলিসির জন্য নিম্নোক্ত সুবিধাগুলো পাওয়া যায়ঃ
* ডায়াগনোসিস ও সার্জারির জন্য এককালীন ২,০০০০০ থেকে সর্বোচ্চ ২০,০০০০০ টাকা
* বিমা আওতাভূক্ত কোন জটিল রোগে আক্রান্ত হয়ে কোন বিমাগ্রহিতা মারা গেলে বেনিফিশিয়ারীগণ ২,০০০০০-২০,০০০০০ টাকা পাবেন (গ্রহণকৃত পলিসি অনুযায়ী)
* বিমা আওতা বহির্ভূত কোন রোগে আক্রান্ত হয়ে মারা গেলে বেনিফিশিয়ারীগণ কাভারেজ অ্যামাউন্টের ১০ ভাগের ১ ভাগ অথবা কোনরূপ লাভ ছাড়াই সেদিন পর্যন্ত দেয়া প্রিমিয়ামের মধ্যে যেটির পরিমাণ বেশি সেটি পাবেন।
No comments:
Post a Comment